Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে ধামইরহাট

নওগাঁ জেলাধীন ধামইরহাট উপজেলার মানচিত্র অত্যন্ত সন্তোষজনক।

ধামইরহাট নওগাঁ জেলার একটি সীমান্তবর্তী উপজেলা। জেলা সদর হতে ৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। উক্ত উপজেলার আয়তন ৩০০.৮৭ বর্গকিঃমিঃ। উক্ত উপজেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে বদলগাছি ও পত্নীতলা উপজেলা,পূর্বে জয়পুরহাট সদর উপজেলা এবং পশ্চিমে পত্নীতলা উপজেলা।

 

ভারতের সঙ্গে ধামইরহাট উপজেলার ৩৪ কিমি সীমান্ত রয়েছে। বিওপি রয়েছে ০৬টিঃ কালুপাড়া, চকিলাম, চকচন্ডি,বস্তাবর,শিমুলতলি এবং আগ্রাদ্বিগুন।