Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পৌরসভা

পৌরসভার নাম ‍ঃ ধামইরহাট পৌরসভা।, নওগাঁ।

স্থাপিত ‍: ২০০৪ ইং সালে। আয়তন-১১.১৬ বর্গ কিঃ মিঃ

শ্রেনী : “খ” ওয়ার্ড সংথ্যা-৯টি

উপজেলা: ধামইরহাট, জনসংখ্যা-১৪৫৬৭ জন।

জেলা: নওগাঁ, বিভাগ- রাজশাহী।

 

পৌরসভার সাথে যোগাযোগের মাধ্যম

ঠিকানা- ধামইরহাট, নওগাঁ।

টেলিফোন নম্বর-০৭৪২৪-৫৬০৭৬

ফ্যাক্স নম্বর-০৭৪২৪-৫৬০৭৬

মোবাইল নং-০১৭১১-৪১৪৫১৯

ই-মেইল -dhamoirhat_pourasha@yahoo.com

ওয়েব সাইট ঠিকানা- http://dhamoirhat.naogaon.gov.bd

 

ধামইরহাট পৌর সভার পটভুমি

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ধামইরহাট ইউনিয়নের আংশিক অংশ এবং উমার ইউনিয়নের আংশিক অংশ সমন্বয়ে ১৫ জুলাই ২০০৪ সালে ধামইরহাট পৌরসভা গঠিত হয়। পরবর্তিতে ১৪ই ফেব্রুয়ারী ২০১১ সালে পৌরসভাটি “খ” শ্রেনীতে উন্নিত হয়ে পৌরবাসীকে নাগরিক নেবা প্রদান করেছে। ধামইরহাট পৌরসভা ধামইরহাট শহরে আমাইতাড়া মেইন রোডসংলগ্ন উমার ইউনিয়ন ভবন অস্থায়ী কার্যালয় হিসেবে পৌরসভার কার্যক্রম চলছে।

 

অন্যান্য তথ্যবলী

পৌরসভার মোট জন সংখ্যা-১৪৫৬৭ জন, পুরুষ-৭৫২৭ জন, নারী- ৭০৪০ জন।

 মোট হোল্ডিং সংখ্যা-৩৪৫২ টি।

প্রাইভেট বাড়ী (আবাসিক) ৩১১০ টি

বানিজ্যিক ভবন-২৮৭ টি

হাট-বাজার-০৩ টি

শিল্প কারখানা- মিল-চাতাল-১৫ টি।

সরকারী ভবন-৩৭ টি।

শিক্ষা প্রতিষ্ঠান-১৮ টি

মসজিদ, মন্দির (২৮+৩)= ৩১ টি।

পাকা রাস্তা-৩৫ কিলোমিটার, কাঁচা রাস্তা ১০ কিলোমিটার

পাকা ড্রেন-১১ কিঃ মিঃ, কাঁচা ড্রেন-১১ কিলোমিটার

শিক্ষার হার ৪৫%

ডাস্টবিনের সংখ্যা-০৫ টি।

পাকা ল্যাট্রিনের সংখ্যা-২৫২৪ টি।

স্যানিটেশনের হার-৯৫%

 পাবলিক টয়লেট-২ টি

যানবাহন

রোড রোলার-২টি

গার্বেজ ট্রাক-১টি

মোটর সাইকেল - ২টি

বাই সাইকেল ২টি

গার্বেজ ভ্যান-৪ টি