Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রোগ্রাম জনগণের দৌড়গোড়ায় পৌঁছানোর নিমিত্তে বাংলাদেশ সরকার এর ন্যাশনাল পোর্টাল ফ্রেম ওয়ার্ক তৈরী ও তা বাস্তবায়নের পদক্ষেপের অংশ হিসেবে আমি আমার উপজেলার প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহের আপ্রাণ চেষ্টা চালিয়েছি। এ সংক্রান্ত গাইডলাইনের আলোকে প্রাপ্ত প্রযুক্তির সুবিধাদি ব্যবহার করে আমার অফিসের সহযোগী কর্মদের সহায়তায় আমি এই পোর্টাল তৈরীর চেষ্টা করেছি। এতে কোন ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ আশাবাদ ব্যক্ত করে এবং ভবিষ্যতে এ ওয়েব পোর্টাল আরো সম্পৃদ্ধ হবে আশা করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এ টু আই প্রোগ্রামটি জনগণের জন্য অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বিশ্বাস আমি করি।

 

সেই আলোকে ধামইরহাট উপজেলা প্রশাসন, উপজেলা ওয়েব পোর্টালের সকল তথ্যাদি হালনাগাদের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার ও ডিজিটাল সেবা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করছে। এছাড়া অত্র উপজেলায় ৮টি ইউনিয়ন তথ্য সেো কেন্দ্র রয়েছে, যেখানে একজন সাধারণ মানুষ স্বল্প সময়ে ও হাতের কাছে সকল সেবা পেয়ে যাবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এ উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গঠণে উল্লেথ যোগ্য ভুমিকা রাখবে এবং দেশকে আরও একধাক এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে।

 

 

উপজেলা প্রশাসন

ধামইরহাট, নওগাঁ।