ধামইরহাট উপজেলা আত্রাই নদীর তীরে অবস্থিত। এটি একটি বহমান নদী হওয়া সত্বেও বর্তমানে শুষ্ক মৌসুমে নদীর কোথাও কোথাও একেবারেই নাব্যতা থাকে না এবং কোথাও কোথাও একেবারেই শুকিয়ে যায়।ধামইরহাট মোট ২টি নদী আছে।যথাঃ- একটি নদী বর্ণানা দিয়া হল।
ধামইরহাট উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা
শিমুলতলি ব্রিজঃ
ইহা ধামইরহাট উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কসেতু। আত্রাই নদীর উপর নির্মিত ৪০০.২২ মিঃ দীর্ঘ সেতুটি খেলনা ও আগ্রাদ্বিগুন ইউনিয়নকে মূল ধামইরহাট উপজেলার সঙ্গে সংযুক্ত করেছে। হযরত তকী উদ্দিন আল আরাবীর নামে উক্ত সেতুর নামকরণ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS