ধামইরহাট নওগাঁ জেলার একটি সীমান্তবর্তী উপজেলা। জেলা সদর হতে ৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। উক্ত উপজেলার আয়তন ৩০০.৮৭ বর্গকিঃমিঃ। উক্ত উপজেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে বদলগাছি ও পত্নীতলা উপজেলা,পূর্বে জয়পুরহাট সদর উপজেলা এবং পশ্চিমে পত্নীতলা উপজেলা।
ভারতের সঙ্গে ধামইরহাট উপজেলার ৩৪ কিমি সীমান্ত রয়েছে। বিওপি রয়েছে ০৬টিঃ কালুপাড়া, চকিলাম, চকচন্ডি,বস্তাবর,শিমুলতলি এবং আগ্রাদ্বিগুন।
ধামইরহাট উপজেলার সংক্ষিপ্ত পরিচিতি • আয়তনঃ ১১৬ বর্গমাইল, ৩০৩.৮৭ বর্গ কিলোমিটার • লোকসংখ্যাঃ ১,৮৪,৭৭৮ জন • পুরুষঃ ৯৩,৫৬৩ জন • মহিলাঃ ৯১,২১৫ জন • ইউনিয়নঃ ০৮ পৌরসভাঃ ০১ টি • মৌজাঃ ২১৫টি গ্রামঃ ২৪৫ টি • মোট খানা/পরিবারঃ ৪৯০৪৬ টি।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহঃ
• কলেজ-৫টি • সরকারী প্রাঃ বিদ্যাঃ ১০৯ টি • মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩০ টি (মাধ্যমিক ২৬টি , নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০৪ টি)। • মাদ্রাসা-২৪ টি (দাখিল-১৫টি, আলিম-০৪, ফাজিল-০৪ টি,কামিল-০১টি) • কওমী মাদ্রাসা-২৭ টি। • কারিগরী কলেজ : ০২ টি • মসজিদ : ২৯৩ টি। • মন্দির : ১৫ টি। • গীর্জা : ০৫ টি। | |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS