ধামইরহাট নওগাঁ জেলার একটি সীমান্তবর্তী উপজেলা। এটি নওগাঁ জেলা সদর হতে ৫৬ কিঃমিঃ এবং জয়পুরহাট জেলা সদল হতে ২১ কিঃমিঃ দুরত্বে অবস্থিত। ভারত থেকে নেমে আসা আত্রাই নদী উপজেলাটিকে দুটি অংশে ভাগ করেছে। উপজেলায় আটটি ইউনিয়ন এবং একটি পৌরসভা অবস্থিত। অধিকাংশ মানুষই কৃষিজীবি। উপজেলার প্রায় সর্বত্র ক্ষুদ্র নৃগোষ্ঠি সাওঁতালদের অবস্থান লক্ষনীয়। এ উপজেলার মাটির শ্রেণী বিন্যাস অনেকটা মধুপুর গড়ের ন্যায় সংকরভিত্তিক দেখা যায়। ধামইরহাট সাধারণ নির্বাচনী এলাকা হিসাবে ৪৭-নওগাঁ-২ এর আওতাভুক্ত। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS