হরগৌরির মন্দিরঃ
মঙ্গলবাড়ির ভীমের পান্টির সন্নিকটে হরগৌরির মন্দির পুরাতন মন্দিরের একটি নিদর্শন। বদ্দালের মিশ্র বংশীয় ব্রাক্ষ্মণেরা এ মন্দির নির্মাণ করেন এবং হরগৌরির নামে উৎসর্গ করেন। নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান ও পূজা-পার্বনের জন্য স্থানটি গুরুত্ব লাভ করে এবং মঙ্গলবাড়ি নামে সুপরিচিতি হয়। এখানকার একটি জলাশয় থেকে সকল প্রকার রোগ শোখের মুক্তি লাভের আশায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ মঙ্গলবার দিন ভীড় জমাতো। সেখান থেকেই মঙ্গল বারির মহিমায় মঙ্গলবাড়ী হাটে রূপান্তরিত হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS